February 14, 2020
By Dr. Lora Poppins
জেনে নিন Maha Shivratri পূজার নিয়ম ও মন্ত্র
শিব চতুর্দশীর আগের দিন হবিসান্ন বা নিরামিষ খেয়ে থাকতে হয়।
শিবরাত্রী ব্রতের দিন সকালে স্নান সেরে নিত্য ক্রিয়া সারতে হয়
সন্ধ্যা কালে শিব পূজা উত্তরমুখ বসে চার প্রহরে পূজা করতে হয়।
প্রথমে শিব লিঙ্গ তৈরি করে নিতে হবে।
তারপর আচমন, বিষ্ণু স্মরণ, স্বস্তিবাচন সঙ্কল্প সেরে শিবের ধ্যান মন্ত্র পাঠ করবেন।
আবাহন করে ভোলানাথের স্নান করাবেন
প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই , তৃতীয় প্রহরে ঘৃত ও চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন
Fill in some text
শিবের ষোড়শ উপচারে পূজা করবেন তারপর দুর্গার পূজা করবেন।
এবং সব শেষে শিবরাত্রি ব্রতকথা পড়তে হয়।
Shivratri Brotokotha Bengali